Library
April 18, 2025 2025-05-22 18:38Library
Islamic Library Association
ক্যাম্পাসভিত্তিক ইসলামিক লাইব্রেরী
ক্যাম্পাস ভিত্তিক লাইব্রেরী গঠনের উদ্দেশ্য
ক্যাম্পাসের সকল ছাত্র-ছাত্রীদের জন্য ইসলামের জ্ঞান অর্জনের একটি সুযোগ করে দেওয়া। ক্যাম্পাস ভিত্তিক লাইব্রেরী গুলো থেকে যে কেউ লাইব্রেরীর নিয়ম মেনে ফ্রি'তে নির্দিষ্ট বই নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে পড়তে পারবে। লাইব্রেরী গুলোর মাধ্যমে ক্যাম্পাসে একটি দ্বীনি প্ল্যাটফর্ম তৈরি করা।
লাইব্রেরীর কার্যক্রম যেভাবে পরিচালনা করা হবে
ক্যাম্পাস ভিত্তিক লাইব্রেরী পরিচালিত হবে উক্ত ক্যাম্পাসের স্টুডেন্টের দ্বারা এবং বইগুলোও হবে তাদের ব্যক্তিগত বই। লাইব্রেরী বলতে আমরা যা বুঝি তেমন টা হবে না। যারা লাইব্রেরীর ভলেন্টিয়ার হবেন তারা তাদের সংগ্রহে থাকা ব্যক্তিগত বই গুলোই ক্যাম্পাসের অন্যদেরকে পড়তে দিবেন। নিজ দায়িত্বে বই শেয়ার করবেন এবং ফেরত নিবেন। প্রতিটি লাইব্রেরীর কিছু নিয়ম থাকবে যেটা মেনে ভলেন্টিয়াররা বই শেয়ার করবে।
যেভাবে আমাদের সাথে যুক্ত হতে পারবেন
যেভাবে আমাদের সাথে যুক্ত হতে পারবেন– নিচের ফর্ম পূরণ করার পর আমাদের পেইজে কনফার্মেশন পেজের স্ক্রিনশট পাঠাবেন। উক্ত ক্যাম্পাসের লাইব্রেরীর দায়িত্বশীল-দায়িত্বশীলা (যদি লাইব্রেরী থাকে) আপনার সাথে যোগাযোগ করবে, ইনশা আল্লাহ । যদি আগে থেকে আপনাদের ক্যাম্পাসে লাইব্রেরী না থাকে তাহলে আপনারা যারা আগ্রহী তাদেরকে নিয়ে লাইব্রেরী তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ফর্ম লিংক: https://forms.gle/8uKMWDzhMciSjNyy5
যেভাবে আমরা লাইব্রেরী গুলোতে সহযোগিতা করবো
লাইব্রেরীর প্রচারণা করে দেওয়া হবে, লোগো ডিজাইন করে দেওয়া হবে, লাইব্রেরী কিভাবে পরিচালনা করবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে, যে কোন বিষয়ে বা সমস্যায় পরামর্শ দেওয়া হবে, বই হাদিয়া দেওয়া হবে ইত্যাদি। মাসিক মিটিংয়ের মাধ্যমে কার্যক্রমের তদারকি করা। এছাড়াও লাইব্রেরী গুলোতে বিভিন্ন প্রতিযোগিতা ও দাওয়াহ মূলক আয়োজন করার ব্যবস্থা করা হবে।
স্টুডেন্ট না হয়েও আমাদের কার্যক্রম কে এগিয়ে নিতে সাহায্য করতে পারেন বই ডোনেশনের মাধ্যমে। সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে লাইব্রেরীর জন্য নতুন বই বা নিজেদের সংগ্ৰহে থাকা ইসলামিক বই বা বইয়ের মূল্য কিছু শর্ত সাপেক্ষে ডোনেশন করতে পারবেন। বইগুলো আমরা লাইব্রেরীগুলোতে পৌঁছে দিব ইনশাআল্লাহ। বই ডোনেশনের নিয়মাবলি–
- রাজনৈতিক, বিশেষ সংগঠনের, বিদআত সংক্রান্ত ও ইসলামের সাথে সাংঘর্ষিক কোন বই ডোনেশন নেওয়া হবে না।
- বইয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকা যাবে না। একাধিক দাগানো ও ছেঁড়া হওয়া যাবে না।
- যে কোন সংখ্যক বই ডোনেশন করতে পারবে। বইয়ের মূল্য বাবদ কেউ টাকা ডোনেশন করতে চাই তাহলে সেটাও করতে পারবে।
- বই ডোনেশন করতে চাইলে পেজে বইয়ের নাম লিখে বা ছবি দিয়ে জানাতে হবে, বই যদি ঠিক থাকে তাহলে বই গ্রহণ করা হবে নয়ত গ্রহণ করা হবে না।
লাইব্রেরী সমূহের তালিকা
মেল জোনের লাইব্রেরি সমূহ
ফিমেল জোনের লাইব্রেরি সমূহ
ILA এর অধীনে থাকা ক্যাম্পাসভিত্তিক লাইব্রেরী গুলোতে ইসলামিক লাইব্রেরী এসোসিয়েশন থেকে নতুন গঠিত লাইব্রেরীতে আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়মিত বই হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ।
কোনো কিছু বুঝতে সমস্যা হলে কিংবা কোনো বিষয়ে সহযোগিতা করতে চাইলে আমাদের পেইজে মেসেজ দিতে পারেন ইনশাআল্লাহ। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে–