পরিচিতি

ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের পরিচিতি

শুদ্ধতার আলোয় জাগরিত হওয়ার প্রয়াসে ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ২০২০ সালে আমরা পথচলা শুরু করি। শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক, অলাভজনক প্রতিষ্ঠান ‟ভার্সিটিয়ান দ্বীনি পরিবার” নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা, সংশয়গ্রস্ত প্রতিটি তরুণ হৃদয়ে পৌঁছে যাবে রবের সুমহান কালাম; রাসূল ﷺ-এর সুন্নাহর অনুসরণে তারা খুঁজে পাবে অনন্ত মুক্তির দিশারী। শাশ্বত এ স্বপ্নকে বাস্তবায়নে আমরা নিয়মিতভাবে “কুরআন অনুবাদ পাঠ প্রতিযোগিতা” ও “সীরাত প্রতিযোগিতা”-এর আয়োজন করে থাকি। আমাদের সুদূরপ্রসারী লক্ষ্য―বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। এ নিবেদনকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহযোগিতা, ট্রান্সজেন্ডার বিষয়ে সচেতনতা সৃষ্টি সহ নানামুখী সামাজিক কর্মকাণ্ডে আমাদের দৃপ্ত পদচারণা লক্ষণীয়। আমরা স্বপ্ন দেখি, হৃদয়ে হৃদয়ে কুরআনের প্রতিচ্ছবি এঁকে সমাজে রাসূল ﷺ-এর সুরভিত সুন্নাহ ছড়িয়ে দিতে।

একাডেমির উদ্দেশ্য

কুরআনের প্রতি আগ্রহ সৃষ্টি

প্রয়োজনীয় দ্বীনি ইলম পৌঁছানো

দক্ষতা উন্নয়নে সহযোগিতা

ইসলামী দাওয়াতের বিস্তৃতি

প্রতিষ্ঠাতা ও পরিচালকের পরিচিতি

মুহাম্মাদ খলিল ইসলাম

জন্ম ১৯ শে নভেম্বর ২০০০ সাল। জন্মস্থান ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের দুলালপাড়া গ্রামে। প্রাথমিক পড়ালেখা ছিল ব্র্যাক স্কুলে। এরপর মাধ্যমিকে ভর্তি হন যাদুরাণী হাই স্কুলে। উচ্চমাধ্যমিক পড়ালেখা ছিল পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও। উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। ২০২৩ সালে অনার্স ফাইনাল শেষ হয়।

এডভাইজরি প্যানেল

এডমিন প্যানেল

শিক্ষক/শিক্ষিকা প্যানেল

আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে!

আপনার সদয় অনুদানের জন্য ধন্যবাদ! আপনার উপহারটি সফলভাবে পৌছে গেছে এবং আপনি শীঘ্রই একটি এসএমএস অথবা ইমেইল পাবেন।

অনুদানের তথ্য

Thank You for Registering! 🎉

Connect Us:

See you soon! 🎉