আপনার অমলিন দানে খুলুক ক্যাম্পাসের রুদ্ধ দ্বার, সেই শুভ্রতার ছোঁয়ায় তরুণেরা খুঁজে পাক দ্বীনি কাজের সমাহার।
সদস্য আহ্বান
জ্ঞান ও দ্বীনের আলো ছড়িয়ে দিতে আমরা একটি ছোট্ট পরিবারের মতোই কাজ করে যাচ্ছি। 'ভার্সিটিয়ান দ্বীনি পরিবার'— শুধু একটি নাম নয়, একটি স্বপ্ন। এই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের নিয়ে একটি দ্বীনি পরিবেশ তৈরি করার আকাঙ্ক্ষা। আজকের তরুণরা প্রযুক্তির অসম বিকাশে ভারসাম্য রাখতে না পেরে পথ হারিয়ে ফেলছে, তাদের মানসিক প্রশান্তি যেন ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে। আমাদের চেষ্টা, তারা যেন কেবল একাডেমিক পড়াশোনার চাপেই হারিয়ে না যায়, বরং আখিরাতের সফলতার জন্যও নিজেদের প্রস্তুত করতে পারে।
এ মহান লক্ষ্যকে সামনে রেখেই আমরা সীরাত প্রতিযোগিতা, কুরআন শিক্ষা, আরবি ভাষার কোর্সের মতো উদ্যোগগুলো পরিচালনা করছি, যেখানে কিছু কোর্স ভর্তুকি দিয়ে পরিচালনা করতে হয়। এছাড়া আমাদের ভবিষ্যতে সম্পূর্ণ ফ্রী কোর্স চালু করারও পরিকল্পনা রয়েছে। এসকল কাজের ধারাবাহিকতা রক্ষা ও কার্যকরভাবে পরিচালনার জন্য, আমাদের রয়েছে নিবেদিত পেইড সদস্যদের একটি টিম, যারা নিয়মিত পরিশ্রম করছে। কিন্তু, এই মহৎ উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন এবং আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে, আমাদের দরকার আপনাদের সহায়তা।
আপনার সহায়তায় অসংখ্য তরুণ কুরআন শিক্ষা ও ইসলামের মর্মবাণী হৃদয়ে ধারণ করতে পারবে ইনশাআল্লাহ। আপনি মাসিক অথবা এককালীন যেকোনো মাধ্যমে এই দ্বীনি কাজের একনিষ্ঠ সহযোগী হতে পারেন। পরিচিতদের মাঝে খবরটি পৌঁছে দিয়ে, তাদেরকেও এ মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যে দায়িত্ব পালন করছি, তাতে আপনার অংশীদারিত্ব আমাদের জন্য যেমন প্রয়োজন, তেমনি আখিরাতে আপনার জন্যও হতে পারে অনন্ত সওয়াবের কারিগর।
তরুণ প্রজন্মকে ইসলামি শিক্ষার আলোয় উদ্ভাসিত করা এবং পরকালীন সফলতার পথকে মসৃণ করার এ যাত্রায়, আমাদের সাথে নির্দ্বিধায় শামিল হতে পারেন ইনশাআল্লাহ...
আজীবন সদস্য
যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে এক লক্ষ বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের আজীবন সদস্য হবেন।
দাতা সদস্য
যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে পঞ্চাশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের দাতা সদস্য হবেন।
দাতা ও আজীবন সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
সদস্য হওয়ার নিয়ম:
ফাউন্ডেশনের সকল সদস্যকে অবশ্যই কুরআন ও সুন্নাহর অনুসারী এবং শিরক ও বিদআত থেকে মুক্ত হতে হবে।
সদস্য ফি বাবদ প্রদেয় অর্থ হালাল হতে হবে।
নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
উপরিউক্ত শর্ত সাপেক্ষে যে কোনো নারী-পুরুষ ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের দাতা বা আজীবন সদস্য হতে পারবেন।
“যারা দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে রয়েছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।” — (সূরা আল-বাকারা, ২:২৭৪)
আবেদন ফরম
আমাদের বর্তমান চলমান কাজে ব্যয়গুলো:
কুরআন শিক্ষা কোর্স এ ভর্তুকি।
কুরআনিক অ্যারাবিক ল্যাংগুয়েজ কোর্সে ভর্তুকি।
ওয়েবসাইট ম্যানেজমেন্ট
নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
এক নজরে ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের সেবা-কার্যক্রম যেগুলো করছি ও ভবিষ্যতে করতে চাই
বছরে একবার সারা বাংলাদেশের জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট দের রমাদানের সময় কুরআন অনুবাদ পাঠ প্রতিযোগিতা এবং রবিউল আউয়াল মাসে সীরাত প্রতিযোগিতা।
ক্যাম্পাস ভিত্তিক ইসলামি লাইব্রেরি প্রতিষ্ঠা করা।
ক্যাম্পাস ভিত্তিক দ্বীনি কার্যক্রম পরিচালনায় উদ্বুদ্ধ ও সহযোগিতা করা।
রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা।
বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প, কারিগরি, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান।
বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান।
অব্যবহৃত ওষুধ সংগ্রহ করে বিভিন্ন বুথের মাধ্যমে দুঃস্থ রোগীদের মাঝে সরবারহ করা।
দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও জলাধার স্থাপন।
পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে অভাবী পরিবার ও আবাসিক মাদরাসার আঙিনায় অধিক ফলনশীন বৃক্ষরোপণ ও পরিচর্যা।
শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা প্রদান।
পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।
স্বপ্ন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ অনুযায়ী ভার্সিটিয়ান দ্বীনি পরিবার একটি আদর্শ নন-প্রফিট অরগানাইজেশান হিসেবে কাজ করতে চায়, যা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাবে ইনশাআল্লাহ
স্বপ্ন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ অনুযায়ী ভার্সিটিয়ান দ্বীনি পরিবার একটি আদর্শ নন-প্রফিট অরগানাইজেশান হিসেবে কাজ করতে চায়, যা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাবে ইনশাআল্লাহ: