ভার্সিটিয়ান দ্বীনি পরিবার

ক্যাম্পাসের ক্যানভাসে ইসলাম ও শিক্ষার্থীদের রঙতুলিতে মুসলিম উম্মাহর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার নাম "ভার্সিটিয়ান দ্বীনি পরিবার"।

আমাদের কোর্সসমূহ

আমাদের বান্ডিল কোর্সসমূহ

কোর্সে কীভাবে এনরোল করবেন?

আমাদের উস্তাযগণ

আগামীর গল্প আমরা একসাথে লিখি

"আপনার সহায়তায় ক্যাম্পাসে তরুণদের মাঝে উন্মোচিত হবে ইসলামের সোনালি দ্বার"

01733464732

01733464732

01783286847

একাডেমির উদ্দেশ্য

কুরআনের প্রতি আগ্রহ সৃষ্টি

প্রয়োজনীয় দ্বীনি ইলম পৌঁছানো

দক্ষতা উন্নয়নে সহযোগিতা

ইসলামী দাওয়াতের বিস্তৃতি

লেখাসমূহ

সাঈদ ইবনে যায়িদ (রা) ছিলেন আশারায়ে মুবাশশারাহ’র উজ্জ্বল নক্ষত্র, যাঁর নাম ইতিহাসের পাতায় চির অক্ষয় হয়ে থাকবে। রাসূলুল্লাহ ﷺ-এর নিকটতম সাহাবী ও বাল্যকালের একান্ত বন্ধু হিসেবে তিনি শুধু এক সঙ্গীই ছিলেন না,
প্রত্যেক জাতিরই একজন বিশ্বস্ত পুরুষ থাকে, আর এ উম্মতের জন্য সেই বিশ্বস্ততম ব্যক্তি হলো আবু উবাইদাহ,"—এই কথাটি রাসূলুল্লাহ ﷺ-এর মুখ থেকে শুনলে আবু উবাইদাহ (রা.)-এর ব্যক্তিত্বের পূর্ণচিত্র....
সাদ (রা) ইসলামের ঘোষণা দিলে তাঁর মা স্পষ্ট জানিয়ে দেন, “সাদ যতক্ষণ মোহাম্মদের রিসালাতের অস্বীকৃতির ঘোষণা না দেবে ততক্ষণ আমি কিছু খাব না, কিছু পান করব না, রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও.......
শিক্ষার্থী
0 +
ফ্রি কোর্স
0
পেইড কোর্স
0
সমর্থক
0 +

শিক্ষার্থীদের মন্তব্য

Md Asaduzzaman Akash
Md Asaduzzaman Akashশিক্ষার্থী : ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
আমি দেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছোটবেলায় গ্রামের মক্তবে কোরআন তেলাওয়াত শিখেছিলাম। তেলাওয়াত ও আলহামদুলিল্লাহ নিয়মিত করতাম। কিন্তু মনে তেমন শান্তি পেতাম না, কারন সবসময় মনে হতো আমার তেলাওয়াত পরিপূর্ণ শুদ্ধ হচ্ছে না। এবং পরিপূর্ণ শুদ্ধ না হওয়ায় কোরআনের অর্থ বিকৃত হয়ে যাওয়ার ভয় থাকতো। তাই কোরআনকে আরো শুদ্ধভাবে শেখার ইচ্ছে হয়। আর তখনি আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান "ভার্সিটিয়ান দ্বীনি পরিবার" ৬০ দিনের "সহজ কোরআন শিক্ষা" নামে একটি কোর্স নিয়ে আসে। কোর্সটি পেয়ে আলহামদুলিল্লাহ রেজিষ্ট্রেশন করে ফেলি। কোর্স চলাকালীন সম্মানিত উস্তাদের কঠোর পরিশ্রমের ফলে এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাইদের অক্লান্ত মেহনতের ফলে আজ আমি আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করে মনে শান্তি অনুভব করি, পূর্নতা পাই। আমি ছাড়াও অনেক ভাই ছিলেন যারা জীবনে প্রথম কোরআন শিখতে এসেছিলেন। মাত্র ৬০ দিন পরিশ্রম করে তারাও মাশাআল্লাহ বানান করে করে কোরআন তেলাওয়াত করতে পারে। এটা দেখে সত্যিই মনে অন্য রকম শান্তি অনুভব করি। আর এতকিছুর জন্য সম্মানিত ওস্তাদের অক্লান্ত মেহনতের কথা বারবার বলতে হয়। আল্লাহ তায়ালা সম্মানিত ওস্তাদকে এর উত্তম প্রতিদান দান করুন। আর অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার প্রিয় "ভার্সিটিয়ান দ্বীনি পরিবারকে" এমন একটি কোর্স নিয়ে আসার জন্য। আমি আশা করবো "ভার্সিটিয়ান দ্বীনি পরিবার"এই কোর্সটি যেন চালু রাখে । পাশাপাশি উম্মাহর কল্যাণের জন্য আরো এমন গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আসে। মহান আল্লাহ তায়ালা "ভার্সিটিয়ান দ্বীনি পরিবার" এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
Rasheduzzaman Rashed
Rasheduzzaman Rashedশিক্ষার্থী : ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ তা'আলার কাছে লাখো কোটি শুকরিয়া যে, কুরআন শেখার প্রথম ধাপ, " সহজ কুরআন শিক্ষা কোর্স " শেষ করতে পেরেছি। যদিও এইটা কেবল শেখার শুরু, আরো অনেক পথ বাকি। আল্লাহর কাছে সাহায্য চাই, যেন পথটা আমার জন্য সহজ করে দেন। এই কোর্সে আশার আগে থেকেই মোটামুটি তিলাওয়াত করতে পারতাম, কিন্তু মাখরাজ, তাজবিদ ইত্যাদি নিয়ে অনেক সমস্যা হতো। এর আগে একটা রেকর্ড ক্লাস এর কোর্স করেছি কিন্তু আশানুরূপ ফল পাই নাই। এই কোর্সে আমাদের সন্মানীয় উস্তাদ, আমাদের সুন্দরভাবে সব কিছু বুঝায়ে দিতেন, রেগুলার প্রত্যেককে পড়া ধরতেন, যা আমার আলহামদুলিল্লাহ অনেক উপকারে এসেছে। আমি আমার মুসলিম ভাই যারা কুরআন পড়তে পারেন না তাদের প্রত্যেককে এই কোর্সটা রিকমেন্ড করবো। আল্লাহ তা'আলা এই কোর্সের সাথে যুক্ত সবাইকে উত্তম জাযা দান করুন এবং ভার্সিটিয়ান দ্বীনি পরিবার প্লাটফর্মকে উত্তরোত্তর সাফল্য দান করুন।আমিন।
মুশফিক রিফাত
মুশফিক রিফাত শিক্ষার্থী : ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
ইসলাম আসলে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থার এক অন্যতম উপাদান হচ্ছে কোরআন শিক্ষা। আমাদের তথাকথিত শিক্ষা ব্যবস্থা সেটা থেকে আমাদের দূরে ঠেলে দিয়েছে। আর সেই শিক্ষার যাতাকলে পিষ্ট আমিও যেনো পিছিয়ে পড়েছিলাম। তারপর এক বন্ধুর মাধ্যমে সন্ধান পেলাম "ভার্সিটিয়ান দ্বীনি পরিবার" কর্তৃক আয়োজিত "সহজ কোরআন শিক্ষা" কোর্সের। কোর্স টা সম্পর্কে বলতে গিয়ে আসলে ভাষা হারিয়ে ফেলছি বার বার ই। কোর্সে ওস্তাদ ধৈর্য্য নিয়ে আমাদের পড়াগুলো যেভাবে আদায় করেছেন তা বলতে গেলে মন থেকে শুধু একটা শব্দ ই আসে, "মাশাআল্লাহ"। তিনি এত ব্যস্ততার মধ্যে আমাদের যেভাবে সময় দিয়েছেন তা ছিলো কল্পনাতীত। আয়োজক ভাই যারা ছিলেন তারা অনেক কষ্ট করেছেন। বিশেষ উল্লেখ করতে চাই সেই ভাইয়ের কথা, যিনি আমাদের কে নিয়মিত গ্রুপে ক্লাস সিডিউল বা অন্যান্য তথ্য সমূহ জানাতেন। এই কোর্সটির সাথে জড়িত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল বলতে চাই, "জাজাকুমুল্লাহ খইরন"। আপনারাও আমার জন্য দোয়া রাখবেন যেনো আমি নিজেকে যে ইসলাম অন্ত যাত্রায় যুক্ত করেছি, আমি এভাবেই সব সময় যেনো নিজেকে ইসলামের সেই পথেই রাখতে পারি। আপনাদের কাছে দাবি(আসলে তা না বলতে পারেন "আবদার") আছে,,, * আপনারা যদি "নাজরানা" এবং "এরাবিক ল্যাংগুয়েজ লার্নিং" রিলেটেড কোর্স লঞ্চ করতেন তা আমাদের মতো দ্বীনি ভাই বোন দের জন্য আসলেই খুব উপকারী হতো। পরিশেষে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি,,, আল্লাহ যেনো আপনাদেরকে এভাবেই ইসলামের খেদমত করার সুযোগ দেন এবং আপনাদের কে জান্নাতের উচু মাকাম দান করুন,,,আমিন।
Ashfakul Islam
Ashfakul Islam শিক্ষার্থী : ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
নানা ব্যস্ততা ও অলসতার কারনে শুদ্ধভাবে কোরআন শিক্ষা যখন কঠিন পর্যায়ের ।ঠিক তখন' সহজ কোরআন শিক্ষা কোর্সের' মাধ্যমে শুদ্ধ ভাবে কোরআন শরীফ শিক্ষা লাভ করতে পেরে ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।আর মহান রবের নিকট শুকরিয়া. (আলহামদুলিল্লাহ)।
Istimam Hossen Akib
Istimam Hossen Akibশিক্ষার্থী : ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
কুরআন শিক্ষা কোর্স টি আমি আলহামদুলিল্লাহ্‌ ভার্সিটিয়ান দ্বিনী পরিবার থেকে করেছি। ২ মাসের সংক্ষিপ্ত কোর্সটিতে উস্তায আমাদেরকে সহিহ্ভাবে কুরআন পড়তে অত্যন্ত কার্যকর ভাবে শিখিয়েছেন। আমি অফিসের ব্যস্ততায় যথেষ্ঠ সময় দিতে পারিনি কোর্সে। তবে উস্তায যেভাবে মাশাআল্লাহ্‌ অত্যন্ত দরদের সাথে প্রত্যেকটা দরসে মাশক করিয়েছেন, তাঁর এই মেহেনতের কারণেই আমার ব্যক্তিগত নানান সীমাবদ্ধতার পরেও, কোর্স থেকে অত্যন্ত উপকৃত হলাম। কোর্স থেকে আমরা যেন সর্বোচ্চ উপকার পেতে পারি এজন্য ম্যানেজমেন্ট যে আন্তরিক মেহেনত করেছেন সেটা উল্লেখ না করে পারছি না। আমার মতো ব্যস্ত চাকুরীজীবীদের জন্য আমি এই কোর্স কে কুরআন শিক্ষার সেরা কোর্স বলতে পারি তো বটেই, যাদের হাতে পর্যাপ্ত সময় আছে, তারা এই সংক্ষিপ্ত এবং কার্যকর কোর্স থেকে উস্তায এর পরামর্শ অনুযায়ী নিয়মিত হোমওয়ার্ক করে কোর্সের পুরোপুরি ফায়দা নিতে পারবেন এবং সম্পূর্ণ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারবেন ইংশা আল্লাহ্‌। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দেন। দুয়া রইলো এবং দুয়ার দরখাস্ত রইলো।
Mashkura Manha Mou
Mashkura Manha Mouশিক্ষার্থী : ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
বর্তমান প্রজন্মে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থীরাই আধুনিকতার সমুদ্রে ডুবে আছে। ইসলাম কিংবা দ্বীনের পথ থেকে যাদের দূরত্ব বহুদূর। ঠিক এ সময়ে আমাদের মতো আধুনিকতায় ডুবে থাকা শিক্ষার্থীদের দ্বীনে ফেরাতে প্রয়োজন উত্তম দাওয়াহ ব্যবস্থা।মা শা আল্লহ ভার্সিটিয়ান দ্বীনি পরিবার এ বিষয়ে খুব বড় একটি ভূমিকা পালনের চেষ্টায়। আল্লাহ তাআলা এই প্লাটফর্মে যুক্ত সকলের মেহনতকে কবুল করুন।
Panna Akter
Panna Akter শিক্ষার্থী : ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
কুরআন শিক্ষার বেসিক নিয়ম গুলো জানবার যে অভিপ্রায় তা বাস্তবায়নে ' ভার্সিটিয়ান দ্বীনি পরিবার 'কর্তৃক আয়োজিত ফ্রি বেসিক কোরআন শিক্ষা কোর্সের জন্য ভার্সিটিয়ান দ্বীনি পরিবারকে অনেক মোবারকবাদ।জাজাকুমুল্লাহ্
Kunsuma Binte Sahjahan
Kunsuma Binte Sahjahanশিক্ষার্থী : ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
হুট করেই একদিন এড হয়ে যাই ভার্সিটিয়ান দ্বীনি পরিবারে। এরপর থেকে এর কার্যক্রমগুলো দেখতাম এবং আলহামদুলিল্লাহ প্রায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। জেনারেলদের জন্য উত্তম একটা প্লাটফর্ম। ওনাদের কার্যক্রমের মাধ্যমে একটু হলে মানুষ দ্বীন জানছে সিরাহ পরছে, কুরআন বুজছে।

আমাদের কর্মসূচি ‍সমূহ

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩
'একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের শুষ্ক বাতাস লাগুক সবার প্রাণে' এই স্লোগানকে ধারণ করে ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের পক্ষ থেকে আয়োজিত "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩" এর আওতায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নে ৩রা জুলাই আমরা ৮১ টি গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ!
বস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৩
২০২৩ সালে পঞ্চগড়ে আমরা ২০০ এর অধিক শীতবস্ত্র বিতরণ করেছিলাম আলহামদুলিল্লাহ।
বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩
'একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের শুষ্ক বাতাস লাগুক সবার প্রাণে' এই স্লোগানকে ধারণ করে ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের পক্ষ থেকে আয়োজিত "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩" এর আওতায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নে ৩রা জুলাই আমরা ৮১ টি গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ!

সচরাচর জিজ্ঞাসা

আমাদের একাডেমীর সকল কোর্স জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই-বোনদের উপযোগী করে তৈরি করা। তাদের জন্যই সকল শিক্ষা কার্যক্রম। এটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নয়।

এটি একেক কোর্সের ক্ষেত্রে একেক রকম। অধিকাংশই জুম লাইভে হয়। কিছু আছে রেকর্ড ও লাইভ মিলিয়ে হয়।

আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে!

আপনার সদয় অনুদানের জন্য ধন্যবাদ! আপনার উপহারটি সফলভাবে পৌছে গেছে এবং আপনি শীঘ্রই একটি এসএমএস অথবা ইমেইল পাবেন।

অনুদানের তথ্য

Thank You for Registering! 🎉

Connect Us:

See you soon! 🎉